মোহাম্মাদ আলী হসপিটাল ক্যাম্পাস, ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
জিপিও বক্স নং-৬১, বগুড়া-৫৮০০
ফোন:ফোন: ০২৫৮৯৯২৫৬৬৬, ই-মেইল: inmasbograbaec@gmail.com
আমাদের সম্পর্কে
বগুড়াস্থ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস, সরকারের বিশেষত প্রায়োগিক গবেষণাধর্মী একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান। এখানে সরকারের অর্থ ও শ্রম সম্পূর্ণরুপে জনগণের স্বাস্থ্যসেবা প্রদান ও কল্যাণে ব্যবহৃত হয়।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
পরমাণু শক্তিকে ধংসাত্বক কাজে ব্যবহার না করে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে ব্যবহার করাই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য।
চলমান গবেষণা ও উন্নয়ন
প্রতিষ্ঠানটি মূলতঃ তেজস্ক্রিয় ওষুধ দ্বারা মানুষের বিভিন্ন প্রকারের রোগ নির্ণয় ও নিরাময় কাজে নিয়োজিত। ইহা ছাড়াও শিক্ষা এবং গবেষণামূলক কার্য্যক্রম এখানে পরিচালনা করা হয়। এই প্রতিষ্ঠানে গামা ক্যামেরা, থাইরয়েড, আপটেক সিস্টেম, গামা কাউন্টার, টেরিজিয়াম অ্যাপ্লিকেটর, জওঅ ল্যাব ও আল্ট্রাসনোগ্রাম যন্ত্রের মত অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। এ ছাড়াও ঞযুৎড়ঃড়ীরপ রোগী ও ঞযুৎড়রফ ক্যান্সার রোগীদের অপারেশন পরবর্তী ঞযবৎধঢ়ু প্রদান ও নিয়মিত ফলোআপ করা হয়।
অর্জন
২০১৫-২০১৬ ইং সালে অত্র প্রতিষ্ঠানের প্রদত্ত সেবাদানকৃত রোগীর হিসাব ও অর্জিত আয়ঃ
মোট রোগীর সংখ্যা | অর্জিত আয় |
১৬৪২৪ জন | ৯৪,২৬,১০০/- |
যোগাযোগ/জনবল
মোহাম্মাদ আলী হসপিটাল ক্যাম্পাস, ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
জিপিও বক্স নং-৬১, বগুড়া-৫৮০০
ফোন:ফোন: ০২৫৮৯৯২৫৬৬৬, ই-মেইল: inmasbograbaec@gmail.com